২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেডে উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, ‘উৎপাদনে এসেছে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবস্থিত তিস্তা সোলার লিমিটেডের এই বিদ্যুৎকেন্দ্র উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প বিকাশে বিরাট ভূমিকা রাখবে।’
বিজ্ঞাপন
পোস্টে প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও লিখেন, ‘যাদের অক্লান্ত শ্রমে এই অর্জন, তাদের সবাইকে অভিনন্দন! জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আলোকোজ্জ্বল আগামীর পথে এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ!’
২০১৭ সালে গাইবান্ধার ওই দুর্গম চরে পরিত্যক্ত প্রায় ৬০০ একর জায়গায় ‘তিস্তা পাওয়ার প্ল্যান্ট’ নামে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়। তিস্তা নদীর এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং পাশেই রংপুরের পীরগাছা আর ওপারে কুড়িগ্রামের উলিপুর উপজেলা অবস্থিত। এই তিন উপজেলার সীমান্তবর্তী সংযোগস্থলে দেশের বৃহত্তম এই সৌরবিদ্যুৎ প্রকল্পটির অবস্থান।
১ হাজার ৭০০ কোটি টাকার এই প্রকল্পের কাজটি পায় বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির তত্ত্বাবধানে সৌরবিদ্যুৎ কেন্দ্রটিতে স্থাপন করা হয়েছে ৮৫টি মাউন্টিং পাইলস। যার ওপরে বসানো হয়েছে প্রায় ৫ লাখ ৬০ হাজার সৌর প্যানেল।
টিএই/আইএইচ

