মুগদা এলাকা থেকে তরুণী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ০৭:১৫ এএম
মুগদা এলাকা থেকে তরুণী নিখোঁজ

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে জেসমিন আক্তার (৩০) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।

গত ২৮ মার্চ সকাল ১০ টায় মুগদা থানার মনিকনগর ওয়াসা রোড এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি তিনি।

তার স্বামীর নাম মো. সেলিম। উচ্চতা- অনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং-ফর্সা ও মুখমন্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে পাতা রঙয়ের সালোয়ার কমিজ ছিলো। 

এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর জানান, জেসমিন গত ২৮ মার্চ সকাল ১০ টায় মুগদা থানার মনিকনগর ওয়াসা রোড এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।

তিনি আরও জানান, তাকে খুঁজে না পাওয়ায় তার স্বামী ২৮ মার্চ ডিএমপির মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১৪৪৮। কোনো সহৃদয় ব্যক্তি জেসমিন আক্তারের সন্ধান জেনে থাকলে মুগদা থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০২৭৯) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০২৭২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। 

কেআর/এমএইচএম