বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাজধানীতে ৬ লাখ টাকার জাটকা ইলিশ জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ৬ লাখ টাকার জাটকা ইলিশ জব্দ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ লাখ টাকার জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। 

শুক্রবার (৩১ মার্চ) যাত্রাবাড়ী এলাকার দক্ষিণ বাংলা মৎস আড়ত থেকে এই জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ বাংলা মৎস আড়তকে জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাজহারুল ইসলাম।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর এএসপি এনায়েত করিম।

hilsha

তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ীর মাছের আড়তে জাটকা ইলিশ বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাংলা মৎস আড়তে অভিযান চালানো হয়।‌ এসময় জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে দক্ষিণ বাংলা মৎস আড়ৎ থেকে ৬ লাখ টাকার জাটকা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ফলে সেই আড়ৎকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।  

তিনি আরও জানান, ৬ লাখ টাকার মূল্যের ১ হাজার ৪৭৪ কেজি জাটকা ইলিশ জব্দ করে বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করে আসছিল।

এমআইকে/এমএইচএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর