সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতারিত হয়ে তিনি নিজেই শুরু করেন প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

প্রতারিত হয়ে তিনি নিজেই শুরু করেন প্রতারণা

জাকির হোসেন (৩৫) একদিন ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয়ের জন্য তিনি মেসেঞ্জারে যোগাযোগ করেন। এরপর অজ্ঞাতনামা প্রতারক তাকে বিকাশে টাকা পাঠানোর জন্য বলে। পরবর্তীতে তিনি বিকাশে টাকা পাঠালে প্রতারক তাকে পণ্য না দিয়ে ব্লক করে দেয়। পরবর্তীতে একই পদ্ধতিতে অন্যদের সঙ্গে প্রতারণা করা শুরু করেন জাকির। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরের প্রতারক হয়ে উঠার গল্পে এমন তথ্য জানা গেছে। 


বিজ্ঞাপন


জাকির জানায়, প্রতারিত হওয়ার পর একই পদ্ধতিতে নিজের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাকার বিনিময়ে ডলার বিক্রির জন্য স্ট্যাটাস দিতে থাকে। এরপর ভুক্তভোগীরা যখন ডলার ক্রয়ের জন্য তার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে, তখন জাকির হোসেন তাদের কাছ থেকে বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিয়ে ভিকটিমদের ডলার না দিয়ে মেসেঞ্জারে ব্লক করে দেয়।

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিন) বিভাগের এডিসি সাইফুর রহমান আজাদ জানান, জাকিরের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলাটি তদন্তকালে আজ মঙ্গলবার খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

তিনি আরও জানান, জাকির হোসেন টাকার বিনিময়ে ডলার ক্রয়ের কথা বলে বিকাশের মাধ্যমে ভিকটিমদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ওইসব টাকা খরচ করে উন্নত জীবন যাপন করতেন তিনি। 

কেআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর