মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজধানীর পল্টন ও সবুজবাগ এলাকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। তাদের মধ্যে পল্টনের জিপিও’র প্রধান গেট এলাকায় রাস্তা পারাপারের সময় ওয়েলকাম পরিবহনের ধাক্কায় মো. আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে পল্টন থানার সরকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পল্টন জিপিও’র প্রধান ফটকের সামনে থেকে বাসের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বৃদ্ধকে ধাক্কা দেওয়া বাসটি পালিয়ে গেছে। আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এছাড়াও একই দিন দুপুরে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় নির্মাণাধীন দশ তলা ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় মো. সোহেল (২৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটার পর বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোহেলের সহকর্মী জামিরুল ইসলাম জানান, সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় একটি নির্মাণাধীন দশ তলা ভবনের তৃতীয় তলায় ঢালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান সোহেল। পরে গুরুতর আহত অবস্থায় দুপুরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


বিজ্ঞাপন


জামিরুল আরও জানান, সোহেল কুমিল্লার বাঞ্ছারামপুর থানার আব্দুর রশিদের ছেলে। তিনি খিলগাঁও নন্দীপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেআর/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর