শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

মালিবাগেও উৎসুক জনতার ভিড়, ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:২১ পিএম

শেয়ার করুন:

মালিবাগেও উৎসুক জনতার ভিড়, ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ

রাজধানীর মালিবাগ রেলগেটে একটি বাসে ট্রেন ধাক্কার ঘটনায়ও উৎসুক জনতা ভিড় করেছে। সেখানে হাজার হাজার মানুষ জড়ো হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।  

বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে মালিবাগ রেলগেটে সিগন্যাল অমান্য করে সোহাগ পরিবহনের একটি বাস ঢুকে যায়। এতে ট্রেনে ধাক্কা খেয়ে বাসটি ঘুরে যাওয়ায় অল্পে রক্ষা পান বাসের চালক ও হেলপার। ওই সময় বাসটিতে যাত্রী না থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়নি। ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে গেছে।


বিজ্ঞাপন


এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করেছে ঘটনাস্থলে। কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন। পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও কেউ শুনছেন না কারও কথা।

সম্প্রতি রাজধানীর গুলশানে আগুন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় সাধারণ জনগণের মধ্যে একই প্রবণতা দেখা গেছে। প্রতিটি দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার অহেতুক ভিড়ে ব্যাহত হয়েছে উদ্ধার তৎপরতা। এতে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।

ঘটনাস্থলে আসা ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, ঘটনাটি নয়টার আগে ঘটেছে। ওই সময় মৌচাক ও রামপুরা এলাকা যাওয়ার রাস্তায় লোকজন চলাচলে ব্যস্ত ছিল। এ সময় বিকট একটি শব্দ হয়। এর কিছুক্ষণ পর ট্রেনটি কিছু দূর গিয়ে থেমে যায়। এরপরই রেললাইনের দুই ধারে হাজার হাজার মানুষ জমায়েত হতে শুরু করে। ট্রেন থেকে অনেক যাত্রী নেমে আসে। তারা বাসটিকে দেখার চেষ্টা করেন।‌‌

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোহাগ পরিবহনের সেই বাসটিকে ট্রেনটি ধাক্কা দিলে সেটি ট্রেনের সাথে কিছুদূর চলে যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেন চালক দ্রুত ট্রেনটি ব্রেক দেন। ফলে ভাগ্যক্রমে বাসটিতে থাকা চালক ও হেলপার বেঁচে যান। ‌


বিজ্ঞাপন


রামপুরা থেকে খিলগাঁও এলাকার দিকে যাচ্ছিলেন ফয়জুর রহমান নামে এক ব্যক্তি। তিনি জানান, তিনটি যাওয়ার সময় অনেকেই ভেবেছেন হয়তো কোনো কিছু ভেঙে একটি বড় শব্দ হয়। এরপর সেই ট্রেন কিছুদুর গিয়ে থেমে গেলে তারা বুঝতে পারেন দূরপাল্লার একটি বাসকে সেই ট্রেন ধাক্কা দিয়েছে। ‌‌

এমআইকে/টিএই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর