শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর মালিবাগ রেলগেটে একটি যাত্রীবাহী বাসে ধাক্কা দেওয়ার পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ওই দুর্ঘটনায় বাসটির চালক-হেলপার সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। বাসটিতে কোনো যাত্রী ছিল না।

বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কমলাপুর থেকে কোনো ট্রেন ছাড়তে পারছে না এবং বিমান বন্দর স্টেশন থেকেও কোনো ট্রেন কমলাপুরের দিকে আসছে না।


বিজ্ঞাপন


BB

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহাগ পরিবহনের দূরপাল্লার একটি বাস মালিবাগ রেলগেট পার হচ্ছিল। ঠিক ওই সময় একটি ট্রেন আসছিল। কিন্তু বাসটি সিগন্যালের গেট অমান্য করে ঢুকে যায় এবং রেলগেট অতিক্রম করার চেষ্টা করে। ওই সময় দ্রুতগতিতে আসা ট্রেনটি সেই বাসকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সোহাগ পরিবহনের সেই বাসটি। তবে বাসের ভেতরে কোনো যাত্রী ছিল না। চালক ও হেলপার অক্ষত আছে বলে জানা গেছে।

ডব্লিউএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর