মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

নতুন রাষ্ট্রপতির সঙ্গে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

নতুন রাষ্ট্রপতির সঙ্গে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

বুধবার (২২ মার্চ) দুপুরে গুলশানে সৌজন্য সাক্ষাৎ করেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বিভিন্ন ক্যাডারে কর্মরত সদস্যরা।


বিজ্ঞাপন


ফুলেল শুভেচ্ছা শেষে নতুন রাষ্ট্রপতির হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখক মোহসেন আল আরেশীর বই উপহার হিসেবে তুলে দেন তারা।

অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন মুশফিকুর রহমান, ইফতেখায়রুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, সুব্রত কুমার দাস (শুভ), সি এম মোসাব্বের রহমান, সাইফুজ্জামান চুন্নু, নাজমুল ইসলাম প্রমুখ।

গত ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু।

১৯৪৯ সালে পাবনায় জন্ম নেওয়া সাহাবুদ্দিন চুপ্পু ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।


বিজ্ঞাপন


২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্স লিমিটেডের পক্ষে পরিচালক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৪এপ্রিল। এরপরই দায়িত্ব নেবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর