বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাজধানীর সড়কে ঝরল ভ্যানচালকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

রাজধানীর সড়কে ঝরল ভ্যানচালকের প্রাণ
ফাইল ছবি

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাজধানীতে মো. শাহাবুদ্দিন (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাত দেড়টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিনের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এর আগে ওইদিন রাত ১১টার দিকে রাজধানীর কদমতলী ধলেশ্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

>> আরও পড়ুন: দ্রুতগামী ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিহত শাহাবুদ্দিন নোয়াখালীর সেনবাগ উপজেলার সরদারপাড়া গ্রামের মো. মোখলেসুর রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় থেকে একটি কোম্পানির মালামাল ভ্যানে করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।

নিহতের বোনজামাই মো. আনিসুর রহমান জানিয়েছেন, শনিবার রাত ১১টার দিকে ভ্যান চালিয়ে বাসায় ফেরার পথে কদমতলী ধলেশ্বর ঘাট এলাকায় একটি দ্রুতগামী ট্রাক শাহাবুদ্দিনের ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর