কাভার্ডভ্যানে মিলল ৬০ কেজি গাঁজা, গ্রেফতার ২

কাভার্ডভ্যানে করে মাদক পাচারকালে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
রোববার (১৯ মার্চ) সকালে র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৮ মার্চ) রাতে আশুলিয়ার সাভারের জামগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করে র্যাব।
গ্রেফতাররা হলেন- জুয়েল মিয়া (৩৫) ও আওলাদ মিয়া (২৭)। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে কৌশলে কাভার্ডভ্যানে লুকিয়ে মাদক পাচার করে আসছিল।
র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান জানান, গোপন তথ্যে সাভারের জামগড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিতে ৬০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ ওই মাদক নিয়ে ঢাকায় আসছিল।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে পরে সেগুলো ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমআইকে/আইএইচ