শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

হজ নিবন্ধনের কোটা বাকি আরও ১৬ হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

হজ নিবন্ধনের কোটা বাকি আরও ১৬ হাজার
ফাইল ছবি

দফায় দফায় সময় বাড়ানোর ফলে বাড়ছে হজের নিবন্ধনকারীর সংখ্যা। শনিবার (১৮ মার্চ) দুপুর দুইটার দিকে হজের ওয়েবসাইটে দেখা যায়, সরকারি নিবন্ধনকারীর সংখ্যা নয় হাজার ৬৮৪ জনে পৌঁছেছে। এছাড়া বেসরকারিভাবে হজের নিবন্ধন করেছেন এক লাখ এক হাজার ৩২৬ জন। যা দুই দিন আগেও এক লাখের অনেক নিচে ছিল। সরকারি-বেসরকারি মিলে নিবন্ধন করেছেন এক লাখ ১১ হাজার ১০ জন।

এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন। সে হিসেবে কোটা পূরণে এখনও ১৬ হাজার ১৮৮ জন বাকি আছে।


বিজ্ঞাপন


এর আগে নিবন্ধন কোটা পূরণ না হওয়ায় কয়েক দফা বাড়ানো হয় হজের নিবন্ধন সময়। সবশেষ বৃহস্পতিবার (১৬ মার্চ) হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা শেষ হলেও আরও পাঁচ দিন মেয়াদ বাড়ানো হয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

ধর্ম বিষষয় মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক দুই লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন আট হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন দুই লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

অন্য বছরগুলোতে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজে হজযাত্রীরা অংশ নিতে পারতেন। সরকারি ব্যবস্থাপনায় এবার মাত্র একটি প্যাকেজ ঘোষণা করা হয়। গত বছরে সরকারি প্যাকেজ-১ এর তুলনায় খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮। প্যাকেজ-২ এর তুলনায় এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেড়েছে। গত বছর প্যাকেজ-১ এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা ছিল।

এদিকে হজ ফ্লাইটের ভাড়া বাড়ানো নিয়ে সমালোচনার মধ্যে বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।


বিজ্ঞাপন


টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর