বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

নানা আয়োজনে নির্বাচন কমিশনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

নানা আয়োজনে নির্বাচন কমিশনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ নির্বাচন কমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশারসহ অন্যান্য কমিশনার ও কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও শিশু-কিশোররা এই আয়োজনে অংশ নেন।


বিজ্ঞাপন


দিনের শুরুতে নির্বাচন কমিশন সচিবালয়ে অস্থায়ীভাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে পুষ্পস্তবক অর্পন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পনের পর বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। এরপর বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ ও দেশের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। 

সবশেষে বঙ্গবন্ধুকে নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় নির্বাচন কমিশন শিশু কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।


বিজ্ঞাপন


বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর