রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. রাসেল গাজী। তার শরীর তল্লাশি করে নয় হাজার পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে উত্তরা পূর্ব থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, থানার একটি টহল টিম আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে চেকপোস্টের সামনে এক ব্যক্তিকে সন্দেহ হলে থামতে বলে। তিনি পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি করে পাওয়া যায় নয় হাজার পিস ইয়াবা।
গ্রেফতারকৃত রাসেল গাজীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেআর/জেবি

