রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গভীর রাতে আজিমপুর কবরস্থানে উপচে পড়া ভিড়, স্বজনদের কান্না

খলিলুর রহমান
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৩:৩৯ এএম

শেয়ার করুন:

গভীর রাতে আজিমপুর কবরস্থানে উপচে পড়া ভিড়, স্বজনদের কান্না

ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশ পালিত হচ্ছে শবে বরাত। বিশেষ এই রাতকে কেন্দ্র করে দলে দলে স্বজনদের কবর জিয়ারত করতে দেখা গেছে। বিশেষ করে গভীর রাতেও রাজধানীর আজিমপুর কবরস্থানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্বজনদের কবরের  পাশে দাঁড়িয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ছেন। 

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আজিমপুর কবরস্থানে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।


বিজ্ঞাপন


কবরস্থান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজধানীর আজিমপুর কবরস্থানে দেশের বিভিন্ন এলাকার বাসিন্দার কবর রয়েছে। তাই প্রতিবছর শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের স্বজনরা এসে জিয়ারত করে থাকেন। নিহতদের রুহের মাগফেরাতের জন্য দোয়া-দরুদ পাঠ করেন। এমনকি আজিমপুর কবরস্থানের আশপাশের উপস্থিত ভিক্ষুকদের টাকা-পয়সা দান করেন মুসল্লিরা।

প্রতিবছরের মতো এবারও আজিমপুর কবরস্থনে নিহতদের স্বজনরা এসেছেন। মঙ্গলবার সকালে স্বজনদের উপস্থিত কম থাকলেও বিকেলে উপস্থিতি লক্ষণীয় ছিল। রাত যত গভীর হয় স্বজনদের উপস্থিতির সংখ্যাও তত বেড়ে যায় বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্য ইউসূফ আলী।

তিনি ঢাকা মেইলকে বলেন, আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আজিমপুর কবরস্থানে এসেছেন। স্বজনদের কবর জিয়ারত করে তারা ফিরে গেছেন। তবে সন্ধ্যার পর থেকে কবরস্থানে জিয়ারতকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সরেজমিনে আজিমপুর কবরস্থানে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন আজিমপুর কবরস্থানে ভিড় করছেন। নিজেদের স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করছেন। আবার কেউ কেউ কবরের পাশে বসে কোরআর তেলাওয়াত করছেন। আবার কেউ কেউ কান্না করে নিহত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করছেন। 

এছাড়াও আজিমপুর কবরস্থানে অনেক কবরের উপর ফুল দেওয়া রয়েছে। স্বজনরা এসে কবরে ফুল দিয়ে গেছেন বলে জানা গেছে। অনেককে কবরের উপর আগাছাগুলো পরিষ্কার করতে দেখা গেছে। 

আজিমপুর কবরস্থানের পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ী মখলিছ মিয়া ঢাকা মেইলকে বলেন, দেশের বিভিন্ন প্রান্তের লোকজনের কবর আজিমপুর কবরস্থানে রয়েছে। তাই বিভিন্ন সময় কবর জিয়ারতে লোকজনে সেখানে আসেন। বিশেষ করে শবে বরাতে আল্লাহ তাআলার ক্ষমালাভের উদ্দেশ্যে কবরস্থানে মানুষের ভিড় বেড়ে যায়। আজ সকাল থেকেই কবরের পাশে দাঁড়িয়ে মৃতব্যক্তির জন্য দোয়া করেন স্বজনরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আজিমপুর কবরস্থানে বিভিন্ন বয়সী স্বজনদের যেতে দেখা গেছে বলে জানান ওই ব্যবসায়ী।

বরিশাল থেকে আসা মিজানুর রহমান নামের এক ব্যক্তি ঢাকা মেইলকে বলেন, তার দাদার কবর আজিমপুর কবরস্থানে দেওয়া হয়েছিল। সেই সুবাধে তিনি আজিমপুর কবরস্থানে এসেছেন। 

তিনি বলেন, প্রতিবছর এই রাতে কবর জিয়ারত করতে আসি। এবারও এসেছি। জিয়ারতশেষে ভিক্ষুকদের মধ্যে শিরনী বিতরণও করেছি।

শুধু মিজানুর রহমান নয়, তার মতো অনেকেই কবর জিয়ারত করতে আজিমপুর কবরস্থানে এসেছেন। মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি তার বাবার কবরের পাশে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। 

এ সময় তিনি বলেন, আমাদের বাড়ি পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায়। তাই পরিবারের অনেক সদস্য আজিমপুর স্থানে কবর দেওয়া হয়েছে। এ জন্য সকলের জন্য দোয়া করতে কবরস্থানে এসেছি। 

ধানমন্ডির বাসিন্দা রুম্মান বলেন, মহিমান্বিত এ রাতে অধিক পরিমাণের ইবাদত করি। তাই আমার এক স্বজনের কবর জিয়ারত করতে আজিমপুর কবরস্থানে এসেছি। 

এদিকে, পবিত্র শবেবরাত উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে রাজধানীর কবরস্থানগুলোতে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কবরস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কেআর/এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর