বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নিত চক্রটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১২:২৬ এএম

শেয়ার করুন:

প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নিত চক্রটি

নারী সেজে প্রবাসীদের ইমো হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। চক্রটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

বুধবার (১ মার্চ) এই তথ্য জানান ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন— সোহাগ আহমেদ, রিপন ইসলাম, সোহেল রানা ও লিটন আলী। এ সময় তাদের কাছ থেকে দুইটি ফোন উদ্ধার করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) খোন্দকার নুরুন্নবী জানান, চক্রটি প্রবাসীদের টার্গেট করে সুন্দরী নারীদের ছবি দিয়ে প্রথমে ফেসবুক আইডি খুলে। এরপর সেই আইডি থেকে নারী কণ্ঠে প্রবাসীর সঙ্গে সখ্যতা করে।‌ এক পর্যায়ে সেই প্রবাসীর ফোন নাম্বার নিয়ে ইমো আইডি খুলে।‌ ইমো আইডি খোলার পর কৌশলে পিন নম্বর নেয়। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে।

তিনি আরও জানান, চক্রটি প্রবাসীর সঙ্গে বিভিন্ন সময় ভিডিও কলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে। সেই অন্তরঙ্গ ছবি ও ভিডিও দিতে তাদেরকে ব্ল্যাকমেইল করতো। এরপর কেউ টাকা দিতে অস্বীকার করলে সেই ইমো নাম্বার থেকে প্রবাসীর নম্বর তালিকায় থাকা স্বজনদের নাম্বারে সেই ছবি ও ভিডিও পাঠিয়ে দিত।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর