রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম খোন্দকার মাহফুজুর রহমান (৪৮)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-২।


বিজ্ঞাপন


সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র এসপি ফজলুল হক। ‌

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মাহফুজুর রহমান। তিনি একজন পেশাদার মাদক কারবারি। ২০০৮ সালের ১৬ অক্টোবর বিপুল পরিমাণ মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। পরে তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়। সেই সময় তাকে গ্রেফতার করা হয়। এরপর ১৩ দিন জেলহাজতে আটক থাকার পর আদালতে হাজিরা দেওয়া সাপেক্ষে জামিন পান। জামিনে আসার পর হতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বিভিন্ন এলাকায়  ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যান।

আদালত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামি খন্দকার মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ফজলুল হক জানান, তিনি পলাতক থাকাকালীন রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সবশেষ রাজধানীর শ্যামলী এলাকায় একটি খাবার হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর