সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির দোয়া মাহফিল শনিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির দোয়া মাহফিল শনিবার

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত হয় পিলখানা হত্যাকাণ্ড। নারকীয় এ হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্তিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানায় শহীদদের স্মরণে শাহাদাৎ বার্ষিকী পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে ২৫ ফেব্রুয়ারি শাহাদাৎ বার্ষিকী পালিত হবে। এদিন শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিজিবি সদর দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় খতমে কোরআন, বিজিবি’র সব মসজিদ এবং বিওপি পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিল করা হবে।

এছাড়া এদিন বিজিবি’র সব স্থাপনায় বিজিবি’র রেজিমেন্টাল পতাকা অর্ধনমিত থাকবে এবং বিজিবি’র সব সদস্য কালো ব্যাজ পরিধান করবেন।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি ও স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও বিজিবি মহাপরিচালক এবং শহীদদের নিকটাত্মীয়রা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।

কেআর/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর