রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২ পিএম

শেয়ার করুন:

সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে: সিইসি

নির্বাচন আয়োজন নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে। বর্তমান সংবিধানে যেভাবে আছে আমাদের সেই অনুযায়ী চলতে হবে।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সিইসি।


বিজ্ঞাপন


ইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘আসলে এটা ছিল অনেকটা অ্যাকাডেমিক আলোচনা। এখানে তারা আমাদের পরামর্শ দেন নাই। আমরাও পরামর্শ দিই নাই। আমরা গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছি। নির্বাচনে অর্থ ব্যয় গরিব মানুষের পক্ষে সম্ভব হয় না। এই অর্থ ব্যয়টাকে যদি লিমিট করে আরও গণতান্ত্রিক করা যেত। যেটা খুব কঠিন।’

সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপদজনক। বড় কোনো দল জাতীয় নির্বাচনে অংশ না নিলে ফলাফল নিয়ে ঝুঁকি তৈরি হবে।

>> আরও পড়ুন: কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সমঝোতার আশা সিইসির

এ সময় সবাইকে নির্বাচনে আনতে সরকারি দলকে আরও দায়িত্বশীল হওয়ারও তাগিদ দেন সিইসি। সেই সঙ্গে আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সমঝোতা হতে পারে।


বিজ্ঞাপন


বৈঠকে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, মালয়েশিয়া থেকে ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেরিয়েট্টা এরগুইডো রেফরমাডো, জার্মানি থেকে জিবিপি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ভলকার ইউ ফ্রেডরিচ, ভুটান থেকে গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান জেকশন দুকপা, ভারত থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি মিসেস স্বপ্না সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর