মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ঢাকা

টিসিবির লিস্টে ট্রাক আছে, জানেন না ডিলার

সাকিব আবদুল্লাহ
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০১:২০ পিএম

শেয়ার করুন:

টিসিবির লিস্টে ট্রাক আছে, জানেন না ডিলার

‘যাওয়ার কথা নাকি, জানি না তো; দেখতে হবে’ এ মন্তব্য করেছেন টিসিবি ট্রাক সেলের এক ডিলার। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে গিয়ে পাওয়া যায়নি টিসিবির ন্যায্যমূল্যের পণ্যবাহী ট্রাক। লিস্টে থাকা নম্বরে কল দিলে ট্রাক কখন আসবে জানতে চাইলে ওই মন্তব্য করেন মুঠোফোনের ওপাশে থাকা ব্যক্তি।

কথোপকথনের মাঝেই একবার কল কেটে দেন তিনি। ফের কল দিলে বলেন, ‘ট্রাক লোড হচ্ছে কিনা খোঁজ নিচ্ছি। আজকের লিস্টে ওখানেই কি দেওয়ার কথা?’ প্রতিবেদক লিস্ট দেখে ফের নিশ্চিত করেন ডিলারকে।


বিজ্ঞাপন


tcb

সাড়ে এগারোটায় কল্যাণপুরে গিয়েও মেলেনি টিসিবির ট্রাক। সেখানে ঢাকা রেশন প্রকল্পের একটি ট্রাকে শুধু চাল ও আটা বিক্রি করতে দেখা গেছে। এরপরের গন্তব্য ৪নং শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও ট্রাক দেখা না যাওয়ায় ডিলারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ট্রাক লোড হচ্ছে। দেড়টার আগে লোডিংই শেষ হওয়ার সম্ভাবনা কম।

অবশেষে দুপুর পৌনে একটায় মোহাম্মদপুর টাউন হলের সামনে মিললো টিসিবির এক ট্রাক। উপস্থিত মানুষদের কাছ থেকে জানা গেল, ট্রাক একটু আগেই এসেছে। সিরিয়াল দেওয়া হচ্ছে। লাইনের এক বৃদ্ধ হাতের তালু উলটে দেখালেন, কালো কালিতে নম্বর লেখা হয়েছে। মাত্র পণ্য বিক্রি শুরু হচ্ছে, কখন সবাই পণ্য পাবেন তা কেউ জানে না।

tcb


বিজ্ঞাপন


উপস্থিত কয়েকজন নারী জানালেন, তারা সকাল দশটা থেকে এই রোদের মধ্যে বসে আছেন। একজন বললেন, কয়েকটা টাকা কম পাওয়ার জন্য আসছি। জিনিস পাইলে এই কষ্ট আর গায়ে লাগবে না।

জানা গেছে, একজন ক্রেতা দুই কেজি করে তেল, চিনি, ডাল এবং চার কেজি ছোলা ও পেঁয়াজ কিনতে পারবেন টিসিবির ট্রাক থেকে। চলমান নবম ট্রাকসেল কার্যক্রমে রমজান উপলক্ষে নতুন করে খেজুর যুক্ত হয়েছে, ক্রেতারা কিনতে পারবেন এক কেজি করে।

এসএ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর