শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মেইলের ফুলেল শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মেইলের ফুলেল শুভেচ্ছা

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেইল।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা পোস্টের বারিধারার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা মেইলের কর্মীরা।


বিজ্ঞাপন


প্রথমে ঢাকা পোস্ট ও ঢাকা মেইলের সম্পাদক মহিউদ্দিন সরকারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মেইলের হেড অফ নিউজ হারুন জামিলের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কর্মীরা।

এসময় ঢাকা পোস্টের চিফ রিপোর্টার আদনান রহমান ও ডেপুটি চিফ রিপোর্টার শফিকুল ইসলামসহ অন্যান্য বিভাগের কর্মীরা ঢাকা মেইলের কর্মীদের স্বাগত জানান।

পরে রিপোর্টিং ও বার্তাকক্ষের পক্ষ থেকে আলাদা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ঢাকা পোস্টকে।

post2


বিজ্ঞাপন


ফুলের শুভেচ্ছার পর ঢাকা মেইলের রিপোটিং বিভাগ, বার্তাকক্ষের বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে কেক কাটেন সম্পাদক মহিউদ্দিন সরকার।

পরে ঢাকা পোস্টের রিপোর্টিং বিভাগের সাংবাদিকদের নিয়েও আলাদা করে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এসময় ঢাকা পোস্টের সব বিভাগের কর্মীদের ছবি সম্বলিত ক্রেস্ট তুলে দেন ঢাকা মেইলের কর্মীরা।

post3

শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা মেইলের হেড অফ নিউজ হারুন জামিল ছাড়াও বার্তা সম্পাদক জসীম মজুমদার, যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, সহকারী বার্তা সম্পাদক মুহসিন রেজা, জ্যেষ্ঠ সহ-সম্পাদক তাসলিমা পারভীন, সহ-সম্পাদক হাবীব ইমন, চিফ রিপোর্টার ওয়াজেদ হীরা, ডেপুটি চিফ রিপোর্টার বোরহান উদ্দিনসহ রিপোটিং ও বার্তা বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

‘সত্যের সাথে সন্ধি’— এই স্লোগানকে ধারণ করে করোনা মহামারির মধ্যে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ঢাকা পোস্ট। ইউএস-বাংলা গ্রুপের মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টালটি ইতোমধ্যে দেশের শীর্ষ গণমাধ্যমের তালিকায় উঠে এসেছে।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর