কথা কাটাকাটির জের ধরে রাজধানীর মহাখালী এলাকায় জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আউটসোর্সিং স্টাফ এবং আনসার সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালের একটি সূত্র জানায়, বেলা ১১টার দিকে আউটসোর্সিংয়ের এক সদস্যের সাথে আনসার সদস্যের কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। ওই সময় আনসার সদস্য তাকে মারধর করেন। এরপর সেই আউটসোর্সিং সদস্য তার টিমের সদস্যদের কাছে গিয়ে ঘটনা খুলে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা দলবল নিয়ে আনসার সদস্যকে মারধর করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এতে ছয়জন আহত হয়েছেন। তাদের সবাই আনসার সদস্য বলে জানা গেছে।
আহত আনসার সদস্যরা হলেন মনির হোসেন, রাসেল আহমেদ, আরিফুল ইসলাম, শামিম, সুজন আলী। আরেকজনের নাম জানা যায়নি।
আরেকটি সূত্র জানিয়েছে, ক্যান্সার হাসপাতালের শাহজাদা নামের চিকিৎসকের সাথে ওবায়দুর নামের এক আনসার সদস্যের কথা কাটাকাটি হয়। এর জের ধরে চিকিৎসক তাকে থাপ্পড় মারেন। বিষয়টি মঙ্গলবারে ঘটলেও আজ তা মীমাংসার কথা ছিল। বুধবার দুই পক্ষকে পরিচালকের রুমে ডাকা হলে হট্টগোল বাঁধে। পরে তা মারামারিতে রূপ নেয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছয় আনসার সদস্যকে ঢামেকে আনা হয়। এর মধ্যে একজনের মাথায় আঘাত এবং বাকি পাঁচজনের শরীরে জখম রয়েছে।
বিজ্ঞাপন
গুলশান থানার ওসি ফোরকান আলী জানান, এরকম একটা ঘটনা তারা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি।
এমআইকে/জেবি

