সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হলুদ জারবেরা-গ্ল্যাডিওলাসে ফাগুন হাওয়া, দাম বেড়েছে ৩ গুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৩ এএম

শেয়ার করুন:

হলুদ জারবেরা-গ্ল্যাডিওলাসে ফাগুন হাওয়া, দাম বেড়েছে ৩ গুণ

হলুদ রঙ ফাল্গুনের প্রতীক হিসেবে ধরা হয়। ফুলের বাজারে এর ব্যবহার যেন শতভাগ। তাই তো ফাল্গুনে চাহিদা থাকে এমন হলুদ ফুলের দাম বেশি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ পাইকারি ফুলের বাজার ঘুরে বিভিন্ন রঙের জারবেরা ফুল বিক্রি করতে দেখা গেছে। পাইকারি পর্যায়ে শ বিক্রি হচ্ছে হাজার টাকায়। তবে ব্যত্যয় রয়েছে হলুদ রঙের জারবেরার ক্ষেত্রে। শ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা।


বিজ্ঞাপন


ব্যবসায়ীদের ভাষ্য, বছরের অন্যান্য সময়ে সব রঙের জারবেরাই বিক্রি হয় ৫০০ টাকা দরে। দাম বাড়ার কারণ জানতে চাইলে এক শব্দে উত্তর দেন ব্যবসায়ীরা- ‘ফাল্গুন’। তাদের ভাষ্যমতে, ১৪ ফেব্রুয়ারি পার হলেই এই ফুলের দাম আরও আগের জায়গায় ফিরে যাবে।

rafique-2

আগারগাঁওয়ের পাইকারি ফুল ব্যবসায়ী মফিজুল ইসলাম ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে বলেন, 'জারবেরা ১০০০ টাকা শ। শুধু হলুদটা ১৫০০ টাকা। এটা ফাল্গুন উপলক্ষ্যে।'

একই বাজারে গ্ল্যাডিওলাস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৮০০ টাকা শ দরে। দাম কম সাদা গ্ল্যাডিওলাসের। মানভেদে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৫০০ টাকা শ দরে। আবার হলুদ রঙের দাম সবচেয়ে বেশি।


বিজ্ঞাপন


rafique-3পাইকারি ফুল ব্যবসায়ী সিরাজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘দাম এই সময় যা থাকার কথা, তার চাইতে কম আছে। হলুদ রঙের ফুলের আজ দাম বেশি। কাল আবার লাল রঙের ফুলের দাম বেশি থাকবে।’

এছাড়া বাজারটিতে হলুদ রঙের গোলাপ ধরণ ভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ১০০ টাকায়। এদিকে একই ফুল প্রতি পিসে ১০ টাকা হারে বেড়ে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। কোনো কোনো দোকানে দাম বাড়ানো হয়েছে পিস প্রতি ২০ টাকা। এক্ষেত্রে জারবেরা খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গ্ল্যাডিওলাস ৪০ টাকা।

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর