সারা বছরই ফুলের দোকানগুলোয় চাহিদা থাকে টকবগে লাল গোলাপের। তবে ফেব্রুয়ারিজুড়ে এর চাহিদা পৌঁছায় তুঙ্গে। ফাগুন আর ভেলেন্টাইন্স ডে কে ঘিরে শুধু চাহিদাই নয়, সঙ্গে এর দামও বেড়ে যায় কয়েকগুণ। ফলে এই সময়ে ফুলের বাজারগুলোতেও দেখা যায় বিশেষ আয়োজন।
এবার ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে ভারতীয় গোলাপ এনেছেন ব্যবসায়ীরা। ফুল ব্যবসায়ীদের ভাষ্য- বাজারে এসেছে চার রঙের ভারতীয় গোলাপ। এই গোলাপ দেশে উৎপাদন হয় না। এসেছে সরাসরি ভারত থেকে। তাই দামটাও চড়া।
বিজ্ঞাপন
রাজধানীর আগারগাঁওয়ের ফুলের বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য গোলাপ একসঙ্গে রাখা হলেও ভারত থেকে আসা এসব গোলাপ আলাদা আলাদা করে রাখা হয়েছে কাগজে মুড়িয়ে। যারমধ্যে প্রতিটি বান্ডিলে রয়েছে ২০টি করে গোলাপ। যা ন্যূনতম বিক্রি হচ্ছে ১৬শ’ টাকায়। তবে বান্ডিলে না নিয়ে পিস হিসেবেও পাওয়া যাচ্ছে। যদিও এ ক্ষেত্রে ক্রেতাদের গুণতে হচ্ছে ১০০ টাকা করে।

আগারগাঁওয়ের এই বাজারটিতে ভারতীয় গোলাপ ছাড়াও আছে চায়না জাতের গোলাপও। খুচরা পর্যায়ে প্রতিটি চায়না গোলাপ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে হলুদ রঙের চায়না গোলাপ ৬০ টাকা এবং দেশি জাতের লাল গোলাপ বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস দরে।
বিজ্ঞাপন
ফুল ব্যবসায়ী সাইফুল ইসলাম ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে বলেন, ‘দেশি গোলাপ লালটার চাহিদা বেশি। সেটা আমরা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করছি। তবে কাল একটু দাম বাড়তে পারে।’
আগামীকাল ভেলেন্টাইন্স ডে হওয়ায় ৪০ থেকে ৫০ টাকায় পৌঁছাতে পারে একেকটি লাল গোলাপের দাম। এমনটাই জানিয়েছেন এই ফুল ব্যবসায়ী।
ফুলের চাহিদার বিষয়ে তিনি বলেন, সকাল থেকে কাস্টমার কম থাকে। বিকেলের দিকে বাড়ে। তবে কাল (মঙ্গলবার) আরও বেশি থাকবে বলেও প্রত্যাশা এই ফুল ব্যবসায়ীর।
কারই/আইএইচ

