অন্যের পাসপোর্ট নিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা, গ্রেফতার ২
জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রতীকী ছবি
অন্যের পাসপোর্ট নিয়ে অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির চেষ্টায় মেহেদী হাসান ও স্বপন কুমার নামে দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠিয়েছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ক্যান্টনমেন্টের পশ্চিম মানিকদী এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
ডিবি জানিয়েছে, গ্রেফতাররা অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট নিজ দখলে রেখেছিল। তাদের হেফাজত থেকে সাতটি চীনা পাসপোর্ট ছাড়াও ৮৯ পাতা পাসপোর্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাগজপত্র জব্দ করা হয়েছে।
এমআইকে/আইএইচ