বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢামেকে আগুন: সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রোগীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

ঢামেকে আগুন: সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম জসিম উদ্দিন (৬১)। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালটির নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিটের সামনে অগ্নিকান্ডের ঘটনায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


মারা যাওয়া ব্যক্তি হাসপাতালটির ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি গ্রামে।

জসিমের ছেলে মফিজ সরকার জানান, শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে তার বাবার নিউমোনিয়া ধরা পড়ে। পরে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার বিকেলে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে তার বোনজামাই রাকিব তার বাবাকে উদ্ধার করেন এবং তারা সিঁড়ি বেয়ে নামছিলেন। এ সময় তার বাবা অগ্নিকাণ্ডের ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত জসিম উদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর