শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

১৩ বছর আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

১৩ বছর আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না
ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি হয়ে দীর্ঘ ১৩ বছর ধরে আত্মগোপনে ছিলেন ইকবাল হোসেন (৪৪)। দীর্ঘ এই সময়ে আদালতের দেওয়া রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তও হয়েছেন। তবে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করায় আইনশৃঙ্খলা বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন ইকবাল। যদিও শেষরক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে।

রোববার (৫ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: বাড্ডা থেকে অপহরণ মামলার আসামি গ্রেফতার

এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০১০ সালে ইকবালের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন এলাকায় স্থান বদলে পলাতক জীবনযাপন করে আসছিল সে। সবশেষ ২০১৮ সালে ইকবালকে যাবজ্জীবন সাজা ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেন আদালত।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর