কাপ্তানবাজার থেকে বিপুল মাদকসহ কারবারি গ্রেফতার

রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে সোহেল রানা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে বিপুল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য জানিয়েছেন।
সোহেল রানার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সাহারাপাড়া গ্রামে। তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কারবার করতেন।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তানবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় প্রাইভেটকারের ভেতরে থাকা একটি বস্তা থেকে ৫৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে সোহেল রানা নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, সোহেল রানার কাছ থেকে ১১ লাখ ৬২ হাজার টাকার মাদক জব্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
কেআর/এইউ