সাড়ে পাঁচ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর থেকে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে গাজীপুরের কালিয়াকৈর এবং নওগাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁয় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
কেআর/এইউ