বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সৌদিতে নিয়ে মুক্তিপণের দাবিতে নির্যাতন চালাতেন তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

সৌদিতে নিয়ে মুক্তিপণের দাবিতে নির্যাতন চালাতেন তারা

রাজধানীতে পৃথক অভিযানে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মো. শহিদুল ইসলাম ও মো. শাহিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- তৈয়বা, মো. কাইয়ুম শাওন ও মো. লিটন মিয়া।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গ্রেফতারদের জনশক্তি রফতানির কোনো বৈধ লাইসেন্স না থাকা স্বত্বেও তারা ভিকটিমদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রীসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবি করত।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, এভাবে ওই চক্র দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানব পাচারের মাধ্যমে প্রতারণা করে আসছে। তার সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। এসকল অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

কেআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর