বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

জয়পুরহাটে ভাইকে খুনের ১৮ বছর পর ভাতিজাকে হত্যা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ভাইকে খুনের ১৮ বছর পর ভাতিজাকে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাদের হাতে ভাতিজা মিলন (২৭) খুন হয়েছে।

মঙ্গলবার( ৩১ জানুয়ারি) ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের ইকর গাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিলন মন্ডল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের ইকর গাড়া গ্রামের  মৃত আব্দুর ছাত্তারের ছেলে।


বিজ্ঞাপন


নিহতের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। 

নিহত ব্যক্তির বড় বাবা আবু বক্কর বলেন, দীর্ঘদিন ধরে ভাতিজা মিলনের বাবা আব্দুর ছাত্তারের জমি নিয়ে বিরোধ চলছিল। এই প্রতিপক্ষ আব্দুর কাদের ১৮ বছর পূর্বে  মৃত আব্দুর ছাত্তারকে পিটিয়ে মেরেছে আজ তার ছেলেকেও মারলেো। গত সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলনকে ধাওয়া দিয়ে ধরে আ. কাদের, সহিদুল ইালাম, আফজাল, আওলাদ হোসেন, সাজাদুল ইসলাম, এমদাদুল হোসেন বাবু। ওনারা পিটিয়ে গুরুতর আহত করেন মিলনকে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। আজ মঙ্গলবার চিকিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আপনি যতটুকু তথ্য পেয়েছেন, আমরাও ততটুকুই তথ্য পেয়েছি।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর