সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেসবুকে জুয়ার কারবার, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে জুয়ার কারবার, গ্রেফতার ২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা করতো চক্রটি। পাল্লায় পরে অনেকে নিঃস্ব হয়ে যান। ‌দীর্ঘদিন ধরে চক্রটি এভাবে অনলাইনে জুয়া চালিয়ে আসছিল।‌ অবশেষে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) হাতে গ্রেফতার হন চক্রটির দুই সদস্য।

শুক্রবার রাতে বগুড়া জেলার সদর থানার কলোনিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার মো. রানা মিয়া (২৩) ও রাজশাহীর গাদাগাদি উপজেলার মো. রেজা আহম্মেদ (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ’র মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, চক্রটি সারাদেশে এজেন্টের মাধ্যমে জুয়া চালিয়ে আসছিল। চক্রের সদস্য রানা ও রেজা আহম্মেদ ফেসবুক গ্রুপ ব্যবহার করে অনলাইন জুয়া চালাতো। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্ন জনকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করতো। ফলে টাকা ও ডলারের মাধ্যমে অনলাইন জুয়ার কারণে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। চক্রটিতে আরও অনেকেই জড়িত আছেন।

আসলাম খান আরও জানান, তারা বিশেষ একটি অনলাইন জুয়ার প্লাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া চালিয়ে আসছিল। এই চক্রের আরও সদস্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এবং দেশব্যাপী অনলাইন জুয়া পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটির মূল সদস্য দেশের বাইরে থেকে চক্রটিকে নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর