শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

গার্মেন্টস পণ্য লুট চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

গার্মেন্টস পণ্য লুট চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৭
ফাইল ছবি

গার্মেন্টস পণ্য ও মালামাল লুট চক্রের মূল হোতাসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।‌


বিজ্ঞাপন


সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান।

র‌্যাব কর্মকর্তা জানান, গার্মেন্টস পণ্য লুটকারী সঙ্ঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। ‌‌

কর্নেল আব্দুর রহমান জানান, আগামীকাল শনিবার (২৮ জানুয়ারি) এ বিষয়ে মিরপুরের পাইকপাড়া কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চক্রটি গার্মেন্টস মালামাল চুরির ফলে বিদেশি ক্রেতা সঠিকভাবে ও সঠিক সময়ে মালামাল ডেলিভারি পেতেন না। ফলে মালামালে মূল্য পরিশোধ করতেন না এবং পরবর্তী সময়ে ক্রয় আদেশ দিতেন না। এছাড়াও সঠিক সময়ে বিদেশি ক্রেতাদের কাছে নির্ধারিত গার্মেন্টস পণ্যটি পৌঁছে না দেওয়ার ফলে দেশি গার্মেন্টস ব্যবসায়ীদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপনের ঘাটতি দেখা যায়। যার কারণে দিন দিন বাংলাদেশ গার্মেন্টস শিল্পের ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর