শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলামের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০২:০৫ এএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলামের মেয়াদ বাড়ল

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। আগামী ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয় মাসের জন্য তাকে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সংযুক্ত চুক্তিভিত্তিক সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে আরও ছয়মাস একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডার দিয়ে কর্মজীবন শুরু করেন ওয়াহিদুল ইসলাম। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি অবসরে যান। এরপর এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান তিনি। পরে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। এবার ফের ছয় মাসের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হলো।

এমআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর