শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

মসৃণ উত্তরণে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১১:৫৫ পিএম

শেয়ার করুন:

মসৃণ উত্তরণে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড।

তিনি বলেছেন, বাংলাদেশকে কোভিড-১৯ মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনসহ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি আশা করছি বাংলাদেশ এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও এগিয়ে যেতে পারবে।


বিজ্ঞাপন


সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে এবং তার দেশ মসৃণ উত্তরণে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।

নাথালি চুয়ার্ড বলেন, আমি সবসময় বাংলাদেশের শুভাকাঙক্ষী হিসেবে থাকব।
তিনি বলেন, তিনি বাংলাদেশের প্রতিটি কোণ পরিদর্শন করেছেন এবং তিনি দেশের উল্লেখযোগ্য এবং চিত্তাকর্ষক উন্নয়ন প্রত্যক্ষ করে মুগ্ধ হয়েছেন।

গণতন্ত্রের মান, এর স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের জন্য বাংলাদেশের প্রশংসা করেন সুইস রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের নারীর ক্ষমতায়নের, অগ্রগতিরও ভূয়সী প্রশংসা করেন।

রোহিঙ্গা ইস্যু নিয়ে নাথালি চুয়ার্ড মনে করেন, তাদের দ্রুত স্বদেশে ফিরে যাওয়া উচিত।


বিজ্ঞাপন


এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর