রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উৎসবমুখর পরিবেশে চলছে সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১০:২২ এএম

শেয়ার করুন:

উৎসবমুখর পরিবেশে চলছে সরস্বতী পূজা
ফাইল ছবি

সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষাপ্রতিষ্ঠান, মণ্ডপ ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।

বাড়িতে বাড়িতে এবং বড় মন্দিরেও শুরু হয়েছে বিদ্যাদেবীর আরাধনা।


বিজ্ঞাপন


সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তিনি আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতিবছর আবির্ভূত হন ভক্তদের মধ্যে।

বুধবার দুপুর ১২টা ৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। তিথি শেষ হবে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫৮ মিনিটে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী রাজহাঁসের পিঠে চড়ে তার অনুসারীদের মধ্যে বিদ্যা, বাণী ও সুর প্রদান করতে আসেন পৃথিবীতে। এ জন্য সকালে ধূপ, দীপ জ্বেলে, প্রতিমা স্থাপন করে ফুল দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ঢাকেশ্বরী, জাতীয় প্রেসক্লাব, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা দিচ্ছেন ভক্তরা। এদিন শিশুদের হাতে খড়ি দেয়া হবে মণ্ডপগুলোতে। পুরোহিতে কোলে বসে জীবনের প্রথম অক্ষর লেখার পাঠ পায় শিশুরা।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর