শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সাংবাদিক আফতাব হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক আফতাব হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রতীকী ছবি

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় রাজু মু‌ন্সি নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসা‌মিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের হি‌লি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার আসলাম খান।

>> আরও পড়ুন: ডাকাত থেকে যেভাবে জঙ্গি কার্যকলাপে জড়ান মাসুদ

এটিইউ’র এই কর্মকর্তা জানান, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরার নিজ বাসা থেকে সাংবাদিক আফতাব আহমেদের মর‌দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরে একটি মামলা হয়। সেই মামলায় আদালত ২০১৭ সালের ২৮ মার্চ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন।‌

ওই সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। এছাড়া অপর আসামি সবুজ খানকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


বিজ্ঞাপন


সাংবাদিক আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তুলেছিলেন। এছাড়া আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন সাংবাদিক আফতাব আহমেদ।

এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর