শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ময়লার ড্রামে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

ময়লার ড্রামে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

রাজধানীর মগবাজারের সেন্ট মেরী স্কুলের সামনে ময়লার ড্রামে বিস্ফোরণে চারজন আহতের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে রমনা থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে শাহাদাত হোসেন জানান, ওই ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। কাউকে শনাক্ত করা না যাওয়ায় মামলায় আসামি অজ্ঞাত বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, বিস্ফোরণের ওই ঘটনায় চারজন পথচারী আহত হয়েছেন। ঘটনাস্থল হিসেবে সেন্ট মেরি স্কুলের সামনে থাকা ফার্স্ট ফার্মা নামে একটি ফার্মেসি থেকে সিসি ক্যামেরা ও একটি মনিটর জব্দ করার কথা উল্লেখ করা হয়েছে।

dram

আসামিরা রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ন করতে এবং সাধারণ মানুষের জীবন ও ক্ষতি সাধনের জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত চারজন হলেন প্রকৌশলী সাইফুল ইসলাম, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) শ্রমিক মো. তারেক, মো. শাহিন ও আবুল কালাম। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর