রাজধানীর কারওয়ানবাজার এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় সাংবাদিকরে গাড়ি ও ক্যামেরাও ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলেন- বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও এসএটিভির স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরা পারসন টিএইচ মুসলিম।
তুহিন জানান, র্যাবের একটি প্রোগ্রাম শেষ করে কারওরান বাজারে মাদক কারবারিদের হামলা শিকার হন তিনি এবং তার ক্যামেরা পারসন। মাদক কারবারিদের ছোড়া ইট-পাটকেলে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তুহিন আহত হন। তবে মাদক কারবারিদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা তুহিনের ওপর হামলার তীব্র প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
কেআর/জেবি

