সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসির উপসচিব সাবেদ উর রহমানের ইন্তেকাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

ইসির উপসচিব সাবেদ উর রহমানের ইন্তেকাল

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব সাবেদ উর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিজ্ঞাপন


উপসচিব সাবেদ উর রহমানের মৃত্যুতে তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচন কমিশন বিটে কর্মরত গণমাধ্যম কর্মীরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব (জনবল ব্যবস্থাপনা) মো. সাবেদ উর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে মারা গেছেন।

ইসি জানায়, সাবেদ উর রহমানের মৃত্যুতে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

সাবেদ উর রহমান ২০০০ সালে সহকারী সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের অধিক বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন পদে, মাঠপর্যায়ে জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমের প্রথম নামাজের জানাজা আজ সোমবার বাদ জোহর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের আল ফোরকান মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজের জানাজা দুপুর ২টায় নিজ কর্মস্থল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

বেদ উর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে (সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত) ও এক মেয়ে (পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত) এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ২৩ জুলাই ১৯৭০ সালে বরিশালের উজিরপুরে জন্মগ্রহণ করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর