রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন নাম না জানা এক যুবক।
রোববার (২২ জানুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে ধলপুর বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, ভোরে বউবাজার এলাকার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন ওই যুবক। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ছুরি মেরে পালিয়ে যায়। পরে দুই অটোরিকশা চালক মুগদা জেনারেল হাসপাতালে হয়ে ৩০ বছর বয়সী ওই যুবককে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, নিহতের তার নাম-পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে মোট তিনটি ছুরিকাঘাত রয়েছে। সঙ্গে থাকা একটি বাসের টিকিট থেকে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন। সায়েদাবাদ নেমে গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এমআর

