মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিস ব্যবসার আড়ালে ১৫ বছর ধরে অপরাধের অভয়ারণ্য

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

ডিস ব্যবসার আড়ালে ১৫ বছর ধরে অপরাধের অভয়ারণ্য

ঢাকার অদূরে কেরানীগঞ্জ এলাকার জরিপ ওরফে কালা জরিপ। সবাই এলাকায় এক নামে তাকে চিনত৷ কারণ তার নেতৃত্বে এই এলাকায় সব ধরনের অপরাধ সংঘটিত হতো। কেউ বাধা হয়ে দাঁড়ালেই তাকে ভয়ভীতি দেখানো ছাড়াও হত্যা করা হতো। আর এসব করতেন জরিপ ও তার সহযোগীরা।

বুধবার (১৮ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে সেই কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কালা জরিপকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার তিন সহযোগীও ধরা পড়েন।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন- জরিপ মিয়া ওরফে কালা জরিপ (৪০) ও তার সহযোগী আনিসুর রহমান (৩৮), জাহিদ ওরফে বাবু (৪৫) ও ঝুমুর আক্তার (২৬)।

 এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড এ্যামুনেশন (গুলি), টেজার গান, এয়ার পিস্তল, রামদা দেশীয় অস্ত্র, ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, চার বোতল বিদেশি মদ, একটি গাড়ি, সাতটি মোবাইল ফোন ও নগদ এক লাখ সাড়ে ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিকেলে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ সিও ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা কেরানীগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য। যাদের মূল নেতৃত্বে রয়েছে এই জরিপ ওরফে কালা জরিপ। তার নেতৃত্বে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো। তাদের কাজে কেউ বাধা দিলে জরিপ ও তার সহযোগীরা তাকে বিভিন্ন হুমকি, মারধর ও প্রয়োজনে হত্যা করতো।

jjjj2


বিজ্ঞাপন


র‌্যাব কর্মকর্তা জানান, কালা জরিপ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় ডিস ব্যবসার আড়ালে প্রায় ১৫ বছর ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, মারামারি, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ ১০টি মামলাসহ অনেক অভিযোগ রয়েছে।

কালা জরিপের সহযোগী আনিছুর রহমানের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় একটি এসএস ওয়ার্কশপ রয়েছে। তিনিও ব্যবসার আড়ালে জরিপের সাথে মাদক ব্যবসাসহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন এবং জরিপের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন। তার  বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে। জাবিদ ওরফে রহিমের ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ এলাকায় গার্মেন্টসের ব্যবসা রয়েছে। তিনিও ব্যবসার আড়ালে জরিপের সাথে এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা চালাতেন এবং জরিপের অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম সহযোগী ছিলেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর