সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুষ্ঠু নির্বাচনের অন্তরায় রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে: সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

সুষ্ঠু নির্বাচনের অন্তরায় রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে: সিইসি

দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব অন্তরায় রয়েছে সেগুলো রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, ‘দেশে অংশগ্রহণমূলক ও প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যেসব অন্তরায় হতে পারে তা রাজনৈতিক নেতৃবৃন্দকে সমাধান করতে হবে। তাদেরকেই সেটা বুঝতে হবে। তাহলেই গণতান্ত্রিক চেতনায় যে নির্বাচন হওয়ার কথা সেটা তখন সম্ভব হবে।’


বিজ্ঞাপন


বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন সিইসি।

বৈঠকে ইইউর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ওনাদের পক্ষ থেকে একটাই বলা হয়েছে তারা নির্বাচনে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। আমরা বলেছি, এখানকার নির্বাচন গণমাধ্যম কর্মীরা কভার করেন। পর্যবেক্ষকরা থাকেন। অতীতেও যেভাবে করেছে। সেক্ষেত্রে আমাদের দিক থেকে সব ওপেন করে দেওয়া হবে। আমরা কোনো অন্তরায় করব না। বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারে আমাদের একটা পলিসি আছে। তারা আমাদের কাছে আবেদন করবে। পরে সেগুলো পাঠিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সুরাহা করতে হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে দেওয়া বক্তব্যও উঠে আসে আজকের বৈঠকে।

সিইসি বলেন, ‘তারা বলেছেন, প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের এলাউ করবেন। তার সঙ্গে বিদেশি ডেলিগেট দেখা করার পর এমন আশ্বাস দেয়ায় তারা আনন্দিত। আমরাও আনন্দিত। বিদেশি পর্যবেক্ষকরা যদি ভোট দেখেন তাহলে বিদেশিরাও দেখবে আমাদের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান অংশ নেন।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব ও রাশেদা সুলতানা বৈঠকে ছিলেন না। তবে ইসি সচিব জাহাংগীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন।

বৈঠকে আরও অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, ডেনমার্কের অ্যাম্বাসেডর ইউনি স্ট্র্যাপ পিটারসন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ বন। এছাড়া জার্মানির অ্যাম্বাসেডর আচিম টোস্টার, কিংডম অব নেদ্যারল্যান্ডসের অ্যাম্বাসেডর এনি গিরার্ড ভ্যান লুইন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গিলিয়াম এড্রেন ডে কের্ডেল, ইতালির ডেপুটি হেড অব মিশন মাটিয়া ভেনচুরা, স্পেনের হেড অব মিশন ইগনাসিয়ো সাইলস ফার্নান্দেজ, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নাথালি চুয়ার্ড, নরওয়ের অ্যাম্বাসেডর এস্পেন রিক্টার সেভেন্ডসেন ছিলেন।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর