বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চার অতিরিক্ত সচিবের দফতর বদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

চার অতিরিক্ত সচিবের দফতর বদল

প্রশাসনে চার অতিরিক্ত সচিবের দফতর বদল করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেনকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হিসেবে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেনকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

Admin-3

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর