রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাইল্ড মেসেজ সম্মাননা পাচ্ছেন সাংবাদিক কেফায়েত শাকিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

চাইল্ড মেসেজ সম্মাননা পাচ্ছেন সাংবাদিক কেফায়েত শাকিল

বাংলাভিশনের এক প্রতিবেদনের পর দীর্ঘদিন ধরে নিখোঁজ শিশু নিয়ামুলকে ফিরে পেয়েছে তার পরিবার। যা তোলপাড় তৈরি করে নেট দুনিয়ায়। এ নিয়ে শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ সম্মাননা পাচ্ছেন বাংলাভিশনের প্রতিবেদক কেফায়েত শাকিল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে জানানো হয়, বেস্ট স্টোরি হিসেবে বাংলাভিশনের কেফায়েত শাকিলকে শুক্রবার ১৩ জানুয়ারি সম্মাননায় ভূষিত করবে চাইল্ড ম্যাসেজ বাংলা বিভাগের শিশু অধিকার ভিত্তিক জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’।

সংস্থাটি জানিয়েছে, এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা নেটওয়ার্ক বাংলাদেশের অনলাইন প্রধান ফয়সাল মাহমুদ ও রংপুরের সমাজকল্যাণ বালিকা বিদ্যাপতি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নাহিদা ইয়াসমিন। 

এই বিষয়ে চাইল্ড মেসেজ বাংলা বিভাগের প্রধান ও শিশু সাংবাদিক রোহা বলেন, সবার মতো আমাদেরও চোখে পানি এসেছে প্রতিবেদনটি দেখার পর। এই শুক্রবার আনুষ্ঠানিকভাবে জুম আড্ডায় আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবো বাংলাভিশনের সাংবাদিক কেফায়েত শাকিলকে। আমরা নিয়ামুলকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার পেছনের গল্প শুনবো আলোচিত সংবাদের রিপোর্টারের মুখ থেকে।

তিনি আরও বলেন, চাইল্ড মেসেজ বাংলা বিভাগ থেকে একটি সম্মাননা ক্রেস্ট আমরা বাংলাভিশন টিভিতে এসে সংবাদকর্মী কেফায়েত শাকিলের হাতে তুলে দিবো ইনশা আল্লাহ।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ৬ জানুয়ারি বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান জনমতে ছিন্নমূল মানুষের শীতের কষ্ট তুলে ধরা হয়। এই প্রোগ্রামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে কমেন্টস করে নিয়ামুলের স্বজনরা জানায় দীর্ঘদিন ধরে সে নিখোঁজ রয়েছে।

পরিবার ধরে নিয়েছিল প্রতিবন্ধী নিয়ামুল মারা গেছে। নিয়ামুলের স্বজনদের করা কমেন্টসে সাড়া দিয়ে তাকে খুঁজে দিতে এগিয়ে আসেন বাংলাভিশনের প্রতিবেদক কেফায়েত শাকিল। পরে উভয়ের যৌথ প্রচেষ্টায় কমলাপুর রেলস্টেশন থেকে উদ্ধার হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজ বাড়িতে ফিরে শিশু নিয়ামুল। জানা গেছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে তাকে আটকে রেখে ভিক্ষা ব্যবসা করোতো একটি সিন্ডিকেট।

ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর