রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

ইসলামি লেখক ফোরামের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলনে সারাদেশ থেকে চার শতাধিক নবীন-প্রবীণ লেখক অংশ নেন। লেখকদের অধিকার আদায়, তরুণ লেখকদের দিকনির্দেশনা, ফোরামের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরাসহ নানা বিষয়ে আলোচনা হয়।


বিজ্ঞাপন


অতিথিরা বলেন, লেখক সংগঠনের কাজ লেখকদের পরস্পরে মেলবন্ধন তৈরি করা। যারা লিখছেন তাদেরকে এক সুতোয় গেঁথে রাখা। লেখক ফোরামের আজকের সম্মিলন এর প্রমাণ করে, ফোরাম এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারছে।

forum2

ফোরামের সভাপতি মুনীরুল ইসলামের সভাপতিত্বে সম্মিলনে আলোচনা করেন লেখক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী, বিশিষ্ট গদ্যশিল্পী ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মাসিক সংস্কার সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, গল্পকার ও শিশুসাহিত্যিক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, লেখক ও মুহাদ্দিস মাওলানা জুবাইর আহমদ আশরাফ, বাংলাদেশ আই হসপিটাল মালিবাগের ডাইরেক্টর এবং কলসালটেন্ট ডা. মাসুদ হাশমী, লেখক কলামিস্ট ড. ইমতিয়াজ বিন মাহতাব, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম ও লেখক মুফতি মহিউদ্দিন কাসেম, সাহিত্যানুরাগী সমাজসেবক রশিদ আহমদ ফেরদৌস, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুম্য়াুন আইয়ুব, লেখক সাংবাদিক মুহাম্মদ ফয়জুল্লাহ, লেখক ও সংগঠক আমীর ইবনে আহমদ, মাসিক নবধ্বনির নির্বাহী সম্পাদক সালাহউদ্দিন জাহাঙ্গীর, লেখক এনামুল হক মাসউদ, দৌলত আলী খান, আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা ইমদাদ আশরাফ, তাজুল ইসলাম জালালী প্রমুখ।

forum3


বিজ্ঞাপন


মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, ‘আমাদের লেখালেখি হবে পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণে। পূর্বসূরীদের উপেক্ষা করে বা পাশ কেটে আর যাই হোন, ইসলামি লেখক দাবি করা যায় না। তাই আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত থাকতে হবে।’

ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, ‘আমরা ইসলামি লেখক, এটা আমাদের পরিচয়। গর্বের সঙ্গে আমরা এই পরিচয় দিই। ইসলামি লেখক পরিচয় দিতে আমাদের হীনম্মন্যতা নেই।’

অনুষ্ঠান উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক আমিন ইকবাল। সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি রোকন রাইয়ান ও সহ-সাধারণ সম্পাদক জিয়াউল আশরাফ। অনুষ্ঠানে ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে অনুষ্ঠিত ‘সাহিত্য প্রতিযোগিতা-২০২২’-এর তিন বিভাগে (ছড়া, গল্প ও প্রবন্ধ) বিজয়ী ২৪ জনের হাতে মূল্যবান বই ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পাশাপাশি উপস্থিত সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে প্রকাশিত সমৃদ্ধ স্মারক ও প্যাড উপহার দেওয়া হয়।

forum4

সম্মিলনে উপস্থিত সদস্যদের সম্মতিতে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ‘ইসলামী’ শব্দটিকে ‘ইসলামি’ করে এখন থেকে ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’ লেখার সিদ্ধান্ত হয়। ফোরামের বার্ষিক রিপোর্ট উপস্থাপনে গত এক বছরে ফোরামের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক আমিন ইকবাল। বেলা দুইটায় শুরু হওয়া তিন অধিবেশনের অনুষ্ঠান রাত সাড়ে আটটায় দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় চারশত লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও দুই শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামি লেখক ফোরাম ইতোমধ্যে তরুণ ধারার লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর