শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৩, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ
ছবি: বাসস।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য নিয়োগ পাওয়া মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ওই সৌজন্য সাক্ষাতে মন্ত্রিপরিষদ সচিব নিজ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন


একই সময় রাষ্ট্রপ্রধান মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় কবির বিন আনোয়ারকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ছাড়াও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক প্রজ্ঞাপনে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর