শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঘরছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারে ফিরিয়ে দিচ্ছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৩, ০৮:২৫ এএম

শেয়ার করুন:

ঘরছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারে ফিরিয়ে দিচ্ছে র‌্যাব
ফাইল ছবি

কথিত হিজরতের নামে ঘরছাড়া নয়জন তরুণ-তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

সোমবার (২ জানুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


র‌্যাব কর্মকর্তা জানান, তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য আজ সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলা র‍্যাব সদর দফতরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

এদিকে আল কায়েদা ও তালেবানপন্থী ছয় জঙ্গিকে গ্রেফতারের দাবি করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল  ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গতকাল রোববার (১ জানুয়ারি) তাদের কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, আল কায়েদা ও তালেবানপন্থী ছয় হিজরতকারীকে টেকনাফ থেকে গ্রেফতার করা হয়। তারা সবাই হিজরতকারী। তবে গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সিটিটিসি।


বিজ্ঞাপন


আজ সোমবার এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন হবে। বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

কেআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর