সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে ভোটে বিলম্বের কারণ খুঁজবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৩, ১১:০৬ পিএম

শেয়ার করুন:

রংপুরে ভোটে বিলম্বের কারণ খুঁজবে ইসি
ফাইল ছবি

সদ্য শেষ হওয়া রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পড়লেও নির্ধারিত সময়ের পরও নেওয়া হয়েছে ভোট। এমনকি কিছু কেন্দ্রের সন্ধ্যা গড়িয়ে রাতেও ভোট নিতে হয়েছে। কারণ বিকেল সাড়ে ৪টার মধ্যে ভোটাররা লাইনে থাকলেও ভোট দিতে পারেননি। তবে কেন ভোট নিতে বিলম্ব হলো এর কারণ খুঁজে দেখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

এ নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসবে ইসি। যাতে ভোট কভার করতে যাওয়া সাংবাদিক, পর্যবেক্ষকদেরও আমন্ত্রণ জানানো হবে। সবার সঙ্গে কথা বলে কারণ জানার চেষ্টা করবে ইসি। নির্বাচন কমিশনার আনিছুর রহমান এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১ জানুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের তিনি বলেন, রংপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণের বিলম্বের কারণ খুঁজতে বর্তমান কমিশন আগামী সপ্তাহে বৈঠকে বসবে।

>> আরও পড়ুন: রংপুরের ভোটকে উৎসবমুখর বললেন সিইসি, ধীরগতির অভিযোগ নাকচ

ইসি আনিছুর রহমান বলেন, ‘আমরা আগামী সপ্তাহে বসবো। সাংবাদিক যারা ঢাকা থেকে গিয়েছিলেন তাদের আমন্ত্রণ জানাবো। সঙ্গে যারা পর্যবেক্ষক ছিলেন তাদেরও আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তারাও থাকবেন।’

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় রংপুর সিটি করপোরেশন নির্বাচন। যেখানে ৬৫ দশমিক ৮৮ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। এই নির্বাচনে সবমিলিয়ে ভোট দিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন। আর মোট ভোটার ছিল ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন।


বিজ্ঞাপন


রসিক নির্বাচনে বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি পান ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। অন্যদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। ভোটের ফলাফলে তিনি চতুর্থ হয়েছেন।

>> আরও পড়ুন: জাপা প্রার্থীর বক্তব্য দুঃখজনক: রিটার্নিং কর্মকর্তা

ওইদিন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, নির্বাচনে সঠিকভাবে ভোট না দেওয়ায় বাতিল করা হয়েছে ১ হাজার ৩৬টি। যার ফলে মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ৯৩৬।

এদিকে, ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনে অনেক কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও ভোট নিতে হয়েছে। কারণ নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টার মধ্যে ভোটার আসলেও ততক্ষণে ভোট নেওয়া শেষ করতে পারেননি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। ফলে রাত পর্যন্ত কিছু কেন্দ্রে ভোট গ্রহণ চলেছে। এ জন্য অবশ্য ইভিএমে ধীরগতিকে দায়ী করা হচ্ছে।

নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কেন্দ্রের সীমানায় থাকা ভোটারদের সময় যতই লাগবে ভোট নিতে হবে।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর