সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনাও স্মার্ট হতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৩, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

‘স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ব্যবস্থাপনাও স্মার্ট হতে হবে’

স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থাপনাও স্মার্ট হতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সঙ্গে তিনি বলেছেন, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিবান্ধব জনগোষ্ঠীই স্মার্ট বাংলাদেশ গড়ার নেপথ্যে কাজ করবে।

রোববার (১ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘ডিপিডিসির স্মার্ট গ্রিডের পাইলট প্রকল্প’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ প্রযুক্তিনির্ভর হতে সময় নেয়। তাদের উদ্বুদ্ধ করে আধুনিক করতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশাল এলাকা দ্রুত আধুনিকায়নের আওতায় আনা উচিত। বিভিন্ন দফতরের কার্যক্রম সমন্বয় করে সমন্বিতভাবে প্রযুক্তিবান্ধব পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক।

এ সময় ‘ম্মার্ট গ্রিড’ নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

>> আরও পড়ুন: বাণিজ্য মেলা রফতানি বহুমুখীকরণে ভূমিকা রাখে: রাষ্ট্রপতি

কর্মশালায় জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় উপকেন্দ্র নির্মাণ ও প্রসার, ক্যাপাসিটর ব্যাংক স্থাপন ও পাওয়ার সিস্টেম স্মার্ট গ্রিড প্রবর্তন হবে। এছাড়া সমন্বিত স্মার্ট গ্রিডে থাকবে সমন্বিত যোগাযোগ ব্যবস্থাসমূহ (ইনটিগ্রিডেট কমিউনিকেশন সিস্টেম), অ্যাডভান্স সেন্সিং উইথ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অ্যাডভান্স সেনসিং উইথ এআই), অ্যাডভান্স মিটারিং অবকাঠামো (এআইএম), পরিমাপ অবকাঠামো (মিয়েজারমেন্ট ইনফ্রাস্ট্রাকচার), সিদ্ধান্ত গ্রহণে সহায়তা (কমপ্রিহেনসিভ ডিসিশন সাপোর্ট), সিস্টেম ব্যবহারে সহায়তা (ইজি টু ইউজ সিস্টেম ইন্টারফেস)। আর প্রাথমিকভাবে সাতমসজিদ রোড, লালমাটিয়া, আসাদগেট ও ঝিগাতলায় এই সুযোগ থাকবে। তবে পর্যায়ক্রমে এর ব্যাপ্তি বাড়ানো হবে।


বিজ্ঞাপন


এ দিন কর্মশালায় যুক্তরাষ্ট্রের এন কে সফট্‌ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত জন চৌধুরী স্মার্ট গ্রিড কীভাবে কাজ করবে তার ওপর একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার বিকাশ দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মাঝে ইউএসএ’র গ্লোবাল ব্র্যান্ড কমিউনিকেশনের পরিচালক ফারজানা ইয়াসমিন আশা, ইউরোপীয়ান ইউনিয়নের মিনিস্টার কন্সুলার অ্যান্ড হেড অব কো-অপারেশন মাওরিজো ক্যাইন প্রমুখ বক্তব্য রাখেন।

টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর