পাওয়ার গ্রিড অব বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃক নবনির্মিত রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ) - বগুড়া ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে।
প্রায় ১০৫ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের এই সঞ্চালন লাইন গত ৩০ ডিসেম্বর ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে চালু করা হয়।
বিজ্ঞাপন
রোববার (০১ জানুয়ারি) পিজিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চালুর পর থেকে লাইনটি বিদ্যুতায়িত রয়েছে। রাজশাহী ও রংপুর সহ রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এই লাইনটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
এই অঞ্চলের বিদ্যুতের জাতীয় গ্রিডে ৪০০ কেভি ক্ষমতার এই নতুন সঞ্চালন লাইন যুক্ত হওয়ায় গ্রিডের নির্ভরযোগ্যতা আরও বাড়বে বলে জানিয়েছে পিজিসিবি।
টিএই/এএস

